নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধিঃ ২৫/১২/২০২০ইং রোজ শুক্রবার “গৌরহরির সন্ধানের ” শিক্ষা ও গবেষণা বিভাগ কর্তৃক পরিচালিত গৌর শিক্ষা নিকেতন চাঁদপুর দেবমন্দিরে জকিগন্জ উপজেলায় গীতা জয়ন্তী উপলক্ষে গীতা দান ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন গৌরহরির সন্ধানে অন্যতম সদস্য রাজু বিশ্বাস রবিন।
অনুষ্টানের শেষপর্বে অভিজিৎ দাস ও অরুণ বৈদ্য (অপু) গৌরহরির সন্ধানের প্রতিষ্ঠাতা সদস্য সাক্ষরে অরুণ বিশ্বাস সভাপতি ও অন্জন বিশ্বাস কে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট কমিটি অনুমোদন করে।