
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১১ জুন, ২০২১
রুবেল চৌধুরী, গোলাপগঞ্জ থেকেঃ সিলেট জেলার গোলাপগন্জ উপজেলায় বাদেপাশা-শরীফগন্জ ইউনিয়নে যুদ্ধপরর্বতী সময় থেকে ও রাস্তা হচ্ছে না কুশিয়ারা পুর্বপারের মানুষের।পাকিস্তান সময়ে যে ভাবে পশ্চিম পাকিস্তানে সকল উন্নয়ন, পুর্বপাকিস্তানে নেই, ঠিক কপি করা হচ্ছে গোলাপগন্জের কুশিয়ারা পুর্বপারের সাধারন মানুষের সাথ, এমনটা মন্তব্য করছেন স্থানীয়রা।এখন এ থেকে উওরন চায় জনগন,দিন দিন ফুসে উঠছে মানুষ,দিতে হবে তাদের ন্যায্য অধিকার,কটলীপাড়া বসন্তপুর রাস্তা নামে নাম করন করা হলে আজ সেই রাস্তার অবস্হান বিলীন হওয়ার পথে,এই রাস্তা কটলীপাড়া থেকে মোল্লার চক পর্যন্ত পিস হয়ে আসলে বাকী রাস্তা অসর্ম্পুন থেকে যায় বলে বলছেন স্থানীয় বাসিন্দারা। ফলে মোল্লার চক থেকে বসন্ত পুর পর্যন্ত প্রায় একলক্ষ লোকের প্রতিদিনের যাতায়াতের রাস্তা কাঁচা থাকায় কষ্টে পোহাতে হচ্ছে তাদের।এই রাস্তা মোল্লার চক থেকে বাগলা হয়ে বাদেপাশা শরীফগন্জ সম্পুর্ণ কাচা রাস্তা রয়ে যাওয়ায় মানুষের খুব দিন দিন বেড়ে চলেছে,বর্তমান সরকারের এম পি এই আসনে পচিশ বছর থেকে উন্নয়ন করে আসলেও এই রাস্তার কোন উন্নয়ন হয়নি বলে উল্লেখ করছেন অনেকেই। কটলীপাড়া -বসন্তপুর রাস্তা চারটি থানা এলাকার সাথে জড়িত,চন্দরপুর হয়ে বিয়ানীবাজার যাওয়ার রাস্তা,বাগলা শান্তিরবাজার হয়ে বড়লেখা যাওয়ার রাস্তা,বসন্তপুর হয়ে ফেন্ঞুগন্জ যাবার রাস্ত এই কটলীপাড়া বসন্তপুর। এতদা সত্যেয় কেনো হচ্ছে না এই রাস্তা জনমনে প্রশ্নের সঞ্চার হচ্ছে। বর্তমান সরকারের নেতা-কর্মীদের বড় অংশের বসবাস থাকার পর ও কোন ভাবে এই রাস্তাটি না হওয়াতে এলাকায় তাদের চলাফেরা করার সময় সাধারন মানুষের লজ্বার সম্মুখীন হতে হচ্ছে তাদের।তাই বর্তমান সরকারের অনেক নেতাকর্মী এলাকায় মুখ খুলে চলা ফেরা করতে পারে না,এখন নেতাকর্মী সহ সাধারণ জনগন এমপি নুরুল ইসলাম নাহিদের উপর তাদের অভিমান বেড়েই চলছে ।এই বর্ষার সময় সবাই ঘরে বসে আছে,বাহির হবার কোন সুযোগ নেই এই রাস্তা পিস না হওয়ার কারনে।উল্ল্যেখ,এই এলাকার যোগাযোগের একমাত্র রাস্তা কটলীপাড়া বসন্তপুর। তাই এখন সময়ের দাবি কটলীপাড়া বসন্তপুর রাস্তা পিস করে দিতে হবে,মানুষ কে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে বলে দাবী উঠছে এলাকাবাসীর।