নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২০ অক্টোবর, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি-২০২১) নির্বাচন। এ ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হচ্ছেন আব্দুল হোসেন।
তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করবেন।
লালাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি অনেক।
একাধিক ভোটারদের সাথে আলাপকালে জানা যায়,
তিনি এলাকার জনগণের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবেন এবং সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলে তাদের প্রত্যাশা।
এদিকে মেম্বার প্রার্থী আব্দুল হোসেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্বাচনকে সামনে রেখে একটি বার্তা দেন যা হুবহু নিছে তোলে ধরা হলো-
প্রিয় শুভাকাঙ্ক্ষী-সহপাঠী ভাই ও বন্ধুগণ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সকলের প্রতি সম্মান রেখে বলছি।
জীবন চলার পথে মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি হতে পারে,আমি ভুলের উর্ধে নই।
আশা করি আমার অতীতের ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত এক বছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ আপনাদের বাড়িতে বাড়ীতে আমি গিয়েছি একটি
মহৎ উদ্দেশ্য নিয়ে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি আমাকে আপনারা এক মেয়াদের জন্য একটু সুযোগ দেন।
আমি এই এলাকার মানুষের একজন সেবক হিসেবে কাজ করে যেতে চাই।
পরিষদ সদস্য হতে চাই আমি কিছু পাওয়ার আশায় নয়, আমার একটাই চাওয়া-মৃত্যুর পর আমার নামটি যেন মানুষের মাঝে বেঁচে থাকে।
মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে যখন চারিদিকে লকডাউন তখনও আমি ঘরবন্দী মানুষের পাশে ছিলাম,আগামীতেও গরীব-দুঃখী ও মেহনতী মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে আমার মনোনয়নপত্র যদি বৈধ হয়-নির্বাচনী প্রতীক নিয়ে আপনাদের প্রত্যেকের কাছে দোয়া ও স্নেহময় ভালোবাসা নিতে সবার বাড়ীতে আসবো-ইনশাআল্লাহ
তবে একটা কথা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের প্রতি
লেখার মাধ্যমে কারো মনে কথার আঘাত লাগে
এই ধরনের লেখা আমার হয়ে ফেসবুকে কখনও লেখবেন না কারণ কাটার আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত সুকায়না,মানুষের মন জয় করতে হবে মুখের মাধুর্য দিয়ে।
আব্দুল হোসেন
সদস্য পদপ্রার্থী,৭ নং ওয়ার্ড।