নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
ভারতে জি২০ সম্মেলন এবং জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সরকারের কয়েকজন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
প্রতিবার বিদেশ সফর থেকে এলে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন সরকারপ্রধান। তবে জি২০ সম্মেলন শেষে ঢাকায় ফেরার পরের সপ্তাহেই জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন হয়নি।
বাংলাদেশ বিশ্বের প্রধান ২০টি অর্থনীতির জোটের সদস্য না হলেও শেখ হাসিনা সেই সম্মেলনে যোগ দেন আমন্ত্রিত অতিথি হিসেবে। সেখানে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের সেলফি আলোচনার ঝড় তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে।
ওই সম্মেলনে যোগ দিত শেখ হাসিনা ঢাকা ছাড়েন গত ৮ সেপ্টেম্বর, দেশে ফেরেন দুই দিন পর। ঠিক এক সপ্তাহ পর জাতিসংঘের অধিবেশন যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে রওয়ানা হন গত ১৭ সেপ্টেম্বর। জাতিসংঘ অধিবেশন ছাড়াও সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক হয় তার।
বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রেও দেখা হয় শেখ হাসিনার। পাশাপাশি তিনি বৈঠক করেন দেশটির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে।