1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী


দেশে হঠাৎ করোনার ঊর্ধ্বগতিতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনার প্রেক্ষাপটে আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) এ তথ্য জানান তিনি। এই আদেশ দুই সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে বলেও তিনি জানান।

এর আগে গতকাল সোমবার (২৯ মার্চ) গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।

সরকারের এ নির্দেশনার এমন নির্দেশনার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিআরটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়নি। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে গত বছরের মতো নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়াতে হবে।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet