1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

গজনী জয়ে অপ্রতিরোধ্য তালেবান, বরখাস্ত আফগান সেনাপ্রধান


আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের দেশজুড়ে অপ্রতিরোধ্য পরাক্রমের মধ্যেই দেশটির বর্তমান সরকারের মনোনীত সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বুধবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জিও টিভি।

এদিকে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র দু’মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

সম্প্রতি তালেবানের সঙ্গে আফগান বাহিনীর যুদ্ধ তীব্র হওয়ার পর ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। এর আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে আফগানিস্তানে তালেবানের একের পর এক প্রদেশ দখলে কোণঠাসা হয়ে পড়ছে সরকারি বাহিনী। এখন পর্যন্ত দেশটির ৬০ ভাগই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান সদস্যরা। বুধবারও নতুন করে তিনটি প্রদেশের দখল নেয় তারা।

শুধু তাই নয়, স্থানীয় সেনা সদর দপ্তরও এখন তাদের হাতের মুঠোয়। উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশান ও বাঘলানের প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণের পর চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার।

তালেবান দমনে রীতিমতো হিমশিম খাচ্ছে আফগান সরকার। এরই মধ্যে বালখ প্রদেশের অনেকটাই ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। তবে তালেবান হঠাতে শীর্ষ কর্মকর্তাদের সহায়তার জন্য অঞ্চলটি পরিদর্শন করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet