নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১১ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআর’বির পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ রবিবার (১১ এপ্রিল) দুপুরে সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
জানা যায়, কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন খালেদা জিয়া। তাই তিনি করোনা সংক্রমিত কিনা জানতে শনিবার বিকেলে তার বাসভবন ফিরোজা থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এরপর আইসিডিডিআর’বিতে তার করোনা পরীক্ষা সম্পন্ন হয়।
খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে।
বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।