1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

খালেদা জিয়াকে ‘মানবিক’ কারণে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান- মির্জা ফখরুল


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা-পরবর্তী নানা জটিলতা সৃষ্টি হওয়ায় ‘মানবিক’ কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘করোনায় পোস্ট কোভিড জটিলতা হয়, সে জটিলতায় কিন্তু মাঝেমধ্যে টার্ন নেয় বিভিন্ন দিকে। ওনার (খালেদা জিয়া) যে বয়স, ওনার যে বিভিন্ন রোগ আছে, এর আগে উনি যে দুই বছরের বেশি কারাগারে ছিলেন, এখনও তিনি অন্তরীণই আছেন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু জটিলতা হয়েছে।’

 

ফখরুল আরও বলেন, সে জন্যই আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, তার চিকিৎসাটা উন্নত কোনো হাসপাতালে হওয়া উচিত। বাংলাদেশে উন্নত হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছেন। বিদেশের হাসপাতালে আরও উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব।

নিউজপয়েন্ট সিলেট/ আর এস

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet