1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

খলিলুর রহমান খোকনের পক্ষ থেকে সিলেট জেলা যুবজনতাদলের সদস্য সচিব মোঃপাভেল আহমদের শুভেচ্ছা


নিউজ পয়েন্ট ডেস্কঃ ভারপ্রাপ্ত সভাপতি
ইউরোপ অর্গানাইজেশন ছাত্রদল কেন্দ্রীয় ও সিনিয়র সহ- সভাপতি যুবজনতাদল কেন্দ্রীয় শাখার খলিলুর রহমান খোকন ও কেন্দ্রীয় যুবজনতাদলের সহ – যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা যুবজনতাদলের সদস্য সচিব মোঃ পাভেল আহমদ এর পক্ষ থেকে ইংরেজী নবর্বষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খলিলুর রহমান খোকন বার্তায় ব‌লেন,বছরের আগমনের দিন গুনছি আমরা প্রত্যেকে। কারণ ২০২০ আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ২০২০’কে বিদায় জানিয়ে আমরা পা রাখব ২০২১ সালে। নতুন বছর যেন সবার জীবনে নতুন অধ্যায় সু‌খে থাক সকল জাতী।

খলিলুর রহমান খোকন আরও ব‌লেন, ‘আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে শহীদ জিয়ার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে ঐক্যবদ্ধ ভা‌বে কাজ করব। নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সব সঙ্কট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।’শুভ নববর্ষ

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet