
নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)
শনিবার, ৮ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট, নিজস্ব প্রতিবেদক- সবুজ শর্মাঃ ঐতিহ্যবাহী সিলেটের কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি গ্রামে পবিত্র মাহে রমজানে আসছে ঈদের খুশির আমেজ সবার মাঝে বিলিয়ে দিতে ‘করোনা ভাইরাসে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ১৭০ টি পরিবারকে ঈদে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেমাই,চিনি,দুধ,আটা,কিছমিছ ইত্যাদি বিবিধ প্রদান করা হয়।
আজ (৮মে’২১) শনিবার সকাল ১১ ঘটিকার সময় কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “কাঁঠালবাড়ি মডেল যুব সংঘ” এর উদ্যােগে মডেল যুব সংঘের সভাপতি মাওঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে- সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পারভেজের পরিচালনায়-
প্রধান অতিথি হিসাবে ‘সিলেট জেলা আওয়ামী লীগে’র সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম’ এর উপস্থিতিতে- অসহায় দু:স্থ পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করাহয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঈদ-আনন্দ সকলের মাঝে বিলিয়ে দিতে কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে। তাদের এ উদ্যোগে সবাই আনন্দের সাথে ঈদ করতে পারবে। ভবিষৎ তে আরো ব্যাপক আয়োজন করা হবে বলে আশা করি।
তিনি আরও বলেন, করোনা মহামারি থেকে সবাই যেন মুক্ত থাকতে পারেন এবং সকলে যেন সরকারের দেওয়া বিধি-নিষেধ এবং স্বাস্থবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, কোম্পানীগঞ্জ জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ হাসান আল হেলাল, কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি- শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মোঃ কামরান, ইউপি সদস্য মুসা মিয়া, কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের সহ- সভাপতি বাদশা মিয়া,হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হক সেলিম, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, যুব সংগঠক কবির হোসেন, বিল্লাল মিয়া, রাজীব মিয়া, ,মডেল যুব সংঘের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল হক সুমন,সোহাগ, শাহীন,ফকরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.