1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩০ মে, ২০২১

কেন্দ্রীয় ছাত্রলীগের সহায়তায় মেডিক্যালে ভর্তি নিশ্চিত হলো কাঠুরিয়ার ছেলের


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ পাবনার সাঁথিয়ার দরিদ্র কাঠুরের ছেলে আবু বকরের মেডিকেলে ভর্তির টাকা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

রোববার দুপুরে আবু বকরের বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের গোপালপুর গ্রামে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে আবু বকরের দরিদ্র পিতা আবু সাঈদ  ও মাতা হাফেজা খাতুনের হাতে টাকা তুলে দেন ছাত্রলীগ সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি শামসুল হক স্বপনসহ নেতারা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু বকরের পিতা-মাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘টাকার অভাবে পাবনার সাঁথিয়ার কাঠুরের ছেলে আবু বকরের মেডিকেলে ভর্তি অনিশ্চিত’ শিরোনামে প্রকাশিত খবরটি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে। টাকার অভাবে যাতে মেধাবী ছাত্র আবু বকরের মেডিকেলে ভর্তি অনিশ্চিত না হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবু বকরের মেডিকেলে ভর্তির ২১ হাজার ৫০০ টাকা দেয়া হয়েছে।

১৪ এপ্রিল যুগান্তরে ‘টাকার অভাবে সাঁথিয়ার কাঠুরের ছেলে আবু বকরের মেডিকেলে ভর্তি অনিশ্চিত’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। আবু বকর চলতি এমবিবিএস পরীক্ষায় পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet