
নিউজপয়েন্ট সিলেট (Shobuj Sharma)
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় গতবছরের ন্যায় এবারও “বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট” সিলেট জেলা শাখা গতকাল (২৭ এপ্রিল’২১) রোজ মঙ্গলবার গৃহীত একটি জরুরী সিন্ধান্ত অনুযায়ী-
সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলায় বর্তমান উদ্ভুত ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে করোনা জনিত কারণে বা করোনা ছাড়া অন্য কারণবশত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে- তার ধর্মীয় শাস্ত্রীয় বিধান অনুযায়ী সৎকারের জন্য বা সৎকার করার জন্য “সিলেট জেলা- সৎকার টিম” গঠন করা হয়।
উক্ত কমিটিতে- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও জেলা সভাপতি- অ্যাডভোকেটঃ মিলন ভট্টাচার্য,
হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক- গোবিন্দ গোস্বামী ও লিটন দেব‘ কে উপদেষ্টা রেখে-
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক- জয়ন্ত রোপন গোস্বামী‘ কে টিম লিডার করে ১৫ সদস্য বিশিষ্ট “সৎকার টিম” গঠন করা হয়।
এক বার্তায় উক্ত কমিটির টিম লিডার- জয়ন্ত গোস্বামী ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও জেলা সভাপতি- অপু চক্রবর্তী যৌথভাবে-
সিলেটের জনপ্রিয় সংবাদমাধ্যম- “নিউজ পয়েন্ট সিলেট” কে বলেন, আমরা করোনা মোকাবেলায় গতবছর করোনায় মৃত ব্যক্তির লাশ সমাধীস্ত করতে যখন মৃতের আত্মীয়-স্বজনরা হিমশিম খাচ্ছিল তখনই আমরা সিলেটের বেশকিছু মৃত ব্যক্তির লাশ তার নিজ ধর্মানুসারে সৎকার করেছি। এবারও সৎকার টিম গঠন করেছি কেননা; করোনার ভয়াবহ পরিস্থিতিতে গতবছরের চেয়ে এ বছর আক্রান্তের সংখ্যা যেমন বেশি, ঠিক তেমনি মৃত্যুর সংখ্যাও অনেকাংশে কম নয়।
ঈশ্বর না করুক করোনার ছোবলে মৃত ও করোনা মোকাবিলায় আমরা এবছর আগে থেকেই মানবতার সেবায় নিজেদের কে বিলিয়ে দিতে প্রস্তুতি নিয়েছি।
উল্লেখ্য গতবছর মার্চ থেকে দেশে করোনাভাইরাস এর আক্রমণ শুরু হয়ে, এবছর করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক পরিস্থিতি দেখা দিয়েছে। তাই সবাই ঘরে থাকুন- সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.