নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৫ জুলাই, ২০২১
সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সোমবার (৫ জুলাই) দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।
উল্লেখ্য, মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন মীর নাহিদ আহসান। গত বছরের ৫ জুলাই জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি।