1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

করোনা বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তার কুকুর!


করোনাভাইরাস সংক্রমণের কারণে বিপর্যস্ত পুরো ভারত। দেশটিতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড হচ্ছে। এমতাবস্থায় দেশটির বিভিন্ন রাজ্যে কারফিউ জারি করেছে সরকার। এমন পরিস্থিতিতে নিজের পোষা কুকুরকে নিয়ে রাতে রাস্তায় হাটতে বেড়িয়েছিলেন এক ব্যক্তি। বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ায় মালিকসহ কুকুরকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৫ মে) রাতে ভারতের ইনদওরের পলাশিয়াতে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর পশুপ্রেমীরা তীব্র নিন্দা করতে শুরু করেছেন।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কুকুরটি আসলে এক ব্যক্তির পোষ্য। পোষ্যকে নিয়ে রাতে হাঁটতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। তখনই মালিকসহ কুকুরকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাত কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুলিশ জায়গায় জায়গায় টহল দিয়ে চলেছে। ওই রাতে পলাশিয়াতে টহল দেওয়ার সময় পুলিশের নজরে বিষয়টি আসে।

গ্রেপ্তার ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। রাতে রাস্তা ফাঁকা পাবেন এই ভেবেই তিনি তাঁর পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। তখনই পুলিশ গ্রেপ্তার করে। ওই ব্যক্তির সঙ্গে পোষা কুকুরকেও থানায় তুলে নিয়ে যায় পুলিশ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet