1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ১৮ মে ২০২২, ০৩:০৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৩ মে, ২০২১

করোনা আক্রান্ত স্ত্রী, দুশ্চিন্তায় মেয়েকে নদিতে ছুঁড়ে ফেলে বাবার ঝাঁপ


কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্ত্রী। সেই দুশ্চিন্তায় সেতু থেকে ছোট্ট মেয়েকে নদীতে ছুঁড়ে দিয়ে নিজেও ঝাঁপ দিলেন বাবা! ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ মে) সকালে বালি ব্রিজ থেকে তারক কুণ্ডু (৪৭) নামে এক ব্যক্তি প্রথমে নিজের ছোট্ট মেয়ে ঈশানী কুণ্ডুকে (৬) গঙ্গায় ফেলে দেন। তারপর নিজেও ঝাঁপ দেন। এ ঘটনার চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসতে ২ নম্বর পিলারের সামনে এক ব্যক্তি তার সঙ্গে থাকা ছোট্ট শিশুকে প্রথমে গঙ্গায় ছুড়ে ফেলে দেন। কয়েক সেকেন্ড পরে নিজেও ঝাঁপ দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে দুটি দেহের খোঁজ শুরু হয়।

জানা গেছে, এদিন ছোট্ট শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে খড়দহের কাছে গঙ্গার ঘাটে। তবে ঈশানীর বাবা তারক কুণ্ডু এখনও নিখোঁজ।।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারক কুণ্ডুর স্ত্রী নীলা কুণ্ডু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই দুশ্চিন্তা থেকেই হয়ত শুক্রবার সকালে দুধ আনার নাম করে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। তার পরেই বালি ব্রিজে এসে এমন কাণ্ড ঘটান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet