1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২১ জুলাই, ২০২১

করোনায় যেভাবে কাটছে দেশরক্ষক- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ


প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ঈদ কাটালেও করোনা মহামারির কারণে এবার তা হচ্ছে না। গত ঈদেও একই অবস্থা ছিল। বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিনটি তিনি গণভবনেই কাটাবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, আজ সারা দিন গণভবনেই কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেককেই খুদে বার্তা দেন এবং গ্রহণ করেন। আজ অন্যবারের মতো গণভবনের স্টাফ এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, ঈদের এই দুই দিন বিশেষ করে গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। যে কোনো মানুষ গণভবনে ঢুকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর থেকে প্রধানমন্ত্রী জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা তার জন্য একটি বেদনার বিষয়।

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী আজ দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন। এই কোরবানির মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বরাবরের মতো আজও দুস্থ মানুষের জন্য এতিমখানায় খাবার পাঠিয়েছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet