1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

করোনায় নাস্তানাবুদ সিলেট, থামছে না মৃত্যুর মিছিল


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ স্বাস্থ্যবিধি না মানার কারণে ফের করোনা ঝুঁকিতে পড়েছে সিলেট। দিনের পর দিন বাড়ছে মৃত্যু।

করোনা ভাইরাসে নাস্তানাবুদ সিলেট। থামছে না মৃত্যুর মিছিল। বরং একের পর এক আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। তবে কমেছে আগের তুলনায় আক্রান্তের সংখ্যা। সিলেটে করোনা ডেডিকেটে হাসপাতালে রয়েছে অক্সিজেনের সংকট। গত ৮ দিনে সিলেটে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে।

 

তবুও স্বাস্থ্যবিধি মানতে নারাজ মানুষজন। লকডাউন থাকলেও সিলেট নগরী ও হাট-বাজার গুলোতে উপচে পড়া ভিড়, কেউ-ই মানছেন না স্বাস্থ্য বিধি, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি।

 

সিলেটে গত ৮ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১জন। যা আগের ৮ দিনের তুলনায় বেড়েছ কয়েকগুন। এই আট দিনে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪জন।

 

এ পর্যন্ত চলতি মাসে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৪ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত বছরের জুলাইয়ে। এ মাসে মৃত্যু হয়েছিল ৬৯ জনের।

 

গত বছরের ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এর পর থেকেই প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম সিলেট প্রতিদিনকে বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে মানুষ আগের চেয়ে বেশি মৃত্যুর সংখ্যা বাড়ছে। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে এর চেয়ে ভয়াবহ আকার ধারণ করবে।তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet