1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

করোনায় আক্রান্ত সাড়ে ১২ কোটি, মৃত্যু সাড়ে ২৭ লাখের বেশি


মহামারি করোনাভাইরাসে সারা বিশ্বে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৫৪ লাখ। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ লাখ ৫৬ হাজার ৬০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি ১২ লাখ ৮১ হাজার ৫৩৬ জন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে বলেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি সাত লাখ চার হাজার ২৯২। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৮ হাজার ৪২২ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯। এর মধ্যে তিন লাখ এক হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৩। এর মধ্যে এক লাখ ৬০ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮। এর মধ্যে আট হাজার ৭৬৩ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ১২৫। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ সারা বিশ্বে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet