1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৫ এপ্রিল, ২০২১

করোনা’য় আক্রান্ত বলিউড অভিনেতা ‘অক্ষয় কুমার’


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ জনপ্রিয় বলিউড অভিনেতা ‘অক্ষয় কুমার’ করোনা ভাইরাসে আক্রান্ত। রবিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেতা।

আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন বলে জানিয়েছেন অক্ষয়।

টুইটে তিনি লিখেছেন, ‘সকলকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। সব রকম স্বাস্থ্যবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন আইসোলেশনে আছি। চিকিৎসা চলছে।’

অক্ষয় আরও লেখেন, ‘আমার সংস্পর্শে যারা এসেছিলেন তারা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন।’

‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও শুটিং চলেছে ছবির।গতকাল রবিবার কোভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত শুটিং থেকে বিরতি নেন তিনি।

নিউজপয়েন্ট সিলেট/শর্মা/৭২

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet