নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রীমঙ্গল বনানী ক্রীড়াচক্রের সাবেক ফুটবলার মাববুব বক্ত চৌধুরী (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (১৯ এপ্রিল) ভোর রাতে সিলেটে বেসরকারী হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে ভর্তি হলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
জানা যায়, তিনি গত বুধবার (১৪ এপ্রিল) করোনার উপসর্গ নিয়ে ঐ হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তাকে পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাহবুব বক্ত চৌধুরী এক সময়ের শ্রীমঙ্গলের প্রতিবাদী মুখ ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম মুনসুর বক্ত চৌধুরীর আপন ছোট ভাই।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, মাহবুব বক্ত চৌধুরীর মৃত্যুর খবর পেয়ে ওনার বাসায় যাই। পরিবারের সাথে আলাপ করে জানতে পারি তিনি করোনা পরীক্ষার জন্য সিলেট স্যাম্পল দিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনায় তিনি মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্যবিধি মোতাবেক ওনার বাসা পুরোটাই কিছুদিন লকডাউন থাকবে বলে জানান এ স্বাস্থ্যকর্মকর্তা।