1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

কবি হেলাল হাফিজ স্মরণে সিলেটে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার কর্তৃক স্মরণসভা অনুষ্ঠিত


জয়ন্ত গোস্বামী, নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ জানুয়ারি) ২০২৫ খ্রি. সিলেট নজরুল একাডেমিতে বিকেল ৪ ঘটিকায় কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার সিলেট বিভাগীয় শাখা কর্তৃক সদ্য প্রয়াত বিশিষ্ট কবি হেলাল হাফিজ স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে

সংগঠণের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কবি শহিদুল ইসলাম লিটন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি রওশন আরা বাঁশি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাক্ষর সভাপতি বিমল কর, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, কবি ছয়ফুল ইসলাম পারুল, কবি কাওসার আরা বীথী, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কবি হেলাল হাফিজ’র আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেন, ‘বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয় হেলাল হাফিজ’র কবিতার লাইন। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ ‘যে জলে আগুন জ্বলে’ ও ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ তাঁর দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ। আমরা তাঁর রেখে যাওয়া সাহিত্য চর্চার মাধ্যমে তাঁকে স্মরণে রাখতে চাই। এতে করে তাঁর প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও লাঘব হবে বলে হৃদয়ে অনুভব করি। সভায় কবি হেলাল হাফিজ’র কবিতা আবৃত্তি করেন নিহাদ আহমেদ ও শাকিব আহমেদ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet