নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট লেখকা সংঘের দু’জন নিরলস কর্মূ কবি মাহবুবা সামসুদ ও লাভলী চৌধুরী স্মরণে লেখিকা সংঘের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল ৪টায় নগরীর বন্দর বাজার মধুবন সুপার মার্কেটস্থ কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংঘের সভানেত্রী রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হুসনে আরা কলির পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সংঘের উপদেষ্টা ফেরদৌসি আবদুল্লাহ দিবা ।
লেখিকা সংঘের সহ- সভাপতি কবি রওশন জাহান চৌধুরী জেসমিন তার বক্তব্যে বড় বোন মাহবুবা সামসুদ এর আবেগ আপ্লুত ভাষায় স্মৃতিচারণ করেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি মাহবুবা সামসুদের পুত্রবধূ তানিয়া আহমদ, কবি আলেয়া রহমান, সিপারা বেগম, খাদিজা বেগম, কাওসার আরা ও লিপি খান। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কবি রওশন আরা চৌধুরী।-বিজ্ঞপ্তি