নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
প্রভাষ কুমার শর্ম্মা, সংবাদদাতাঃ- সাহিত্য হোক মননশীলতার শুদ্ধতম প্রকাশ, স্লোগানে উজ্জীবিত কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার।
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক, কবি সুমন রহমান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কবি নিলুফা ইয়াসমিন,
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার পক্ষে থেকে সকলকে নতুন বছররে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
কবি সুমন রহমান বলেন, আবার একটা নতুন বছরের শুরু হল। ফেলে আসা বছরে আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি, যেখানে কিছু স্মৃতি ছিল সুখের আবার কিছু স্মৃতি ছিল বেদনার। অনেকেরই আশা পুরাতন বছরের যে ভুল না পাওয়া রয়ে গেছে সেগুলকে নতুন বছরে নতুন করে পাওয়া। আর এই চাওয়া পাওয়া কে ঘিরেই চলে জীবন। অাবারো নতুন বছরের শুভেচ্ছা জানাই।