
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
জয়ন্ত গোস্বামী, নিজস্ব প্রতিবেদকঃ কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে সংগঠনের ভারত শাখার আয়োজনে অনুষ্টিত হতে চলছে আবৃত্তির রাজকন্যা ঈষিতা দাস অধিকারীর “হৃদ গহীনের কাব্য” মোড়ক উন্মোচন।
আগামীকাল ৩১ অক্টোবর রবিবার বিকেল ৫:০০ ঘটিকায় কলকাতার অবনীন্দ্র সভাগৃহে রাগা মিউজিক থেকে প্রকাশিত ঈষিতা দাস অধিকারীর হৃদ গহীনের কাব্যটির মোড়ক উন্মোচন হবে।
শেখর দে ও বিনীতা সেন এর উপস্থাপনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, সব্যসাচী দেব, অজিত বাইরী।
এছাড়াও অনুষ্টানের কথা পর্বে থাকবেন জয়ন্ত ঘোষ, তরুণ মহাপাত্র, অশোক চক্রবর্তী, দেবাশীস মিত্র এবং আবহে থাকবেন প্রসাদ গাঙ্গুলী।
মোড়ক উন্মোচন অনুষ্টানে অংশগ্রহণ করবেন যথাক্রমে-বর্ণালী চক্রবর্তী, মিতা পাল, মৌসুমী মজুমদার, মিঠু চক্রবর্তী, মৌসুমী দত্ত, সুজলা সাহা, লীনা বিশ্বাস, কেয়া দাস বিশ্বাস, মধুমিতা মাইতি, আত্রি রায়, সমাগতা সান্যাল, মিঠু দাস সরকার, বন্দনা টাট, কাকলী সাহা, অতসী চট্টোপাধ্যায়, মিতা মিত্র, সীমিকা রায়, সৃজিতা দাস, সংঘমিত্রা সেনগুপ্ত, শুভদীপ দে, অনামিকা ব্যানার্জী, বিপ্লব গঙ্গোপাধ্যায়, সোনালী বল, পাপড়ি চৌধুরী, মিলন দাস, অদিতি শীল, চয়নিকা জানা, দেবমাল্য দাস, তৃষানজিৎ জানা, শ্রেয়সী কর্মকার, শিবম কর্মকার, আত্রী সিং, মুনমুন বোস, দেবসী পাঠক, মিন্টু চক্রবর্তী, সুনিপা শীল, মিলন দাস, সুশিবানী দে সহ আরোও অনেকে।
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার,বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’র পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে এবং দেশ-বিদেশের কবিগণ,পাঠক-পাঠিকাবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের কাছে অনুষ্টানটির সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন সংগঠণের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন রহমান।