1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

কবরীর শারীরিক অবস্থার অবনতি, মিলছে না আইসিইউ


মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমতাবস্থায় তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া প্রয়োজন হলেও বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত কবরীর জন‍্য আইসিইউ খুঁজে পাওয়া যায়নি।

জানা গেছে, হঠাৎ করে করোনার উপসর্গ দেখা দিলে পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো নমুনা পরীক্ষা দেন সারাহ বেগম কবরী। পরে ৫ এপ্রিল দুপুরে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তারপর ওই দিন রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সকালে কবরীর সহকারী নূর উদ্দিন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমরা ভীষণ চিন্তিত। যত দ্রুত সম্ভব তাকে আইসিইউ সাপোর্ট দিতে হবে। শেষ রাত থেকে তার অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছে।

তিনি আরো বলেন, কী করব বুঝে উঠতে পারছি না। সরকারের উচ্চপর্যায়ে যারা আছেন, তারা যদি ম্যাডামের চিকিৎসার ব্যাপারে আলাদাভাবে নজর দিতেন, তাহলে আমরা কিছুটা শক্তি ও সাহস পেতাম।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet