নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৪ মার্চ, ২০২১
মহামারি করোনাভাইরাসের কারণে পৃথিবীর সব দেশের মতো দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ। সেই থেকে অনলাইনে ক্লাস করে আসছে রাজধানী লা পাজের প্রাথমিক স্কুল শিক্ষার্থী নেইদি।
কিন্তু সবাই যেমন ঘরে বসে আরাম করে মোবাইল বা ল্যাপটপের সামনে বসে ক্লাসে অংশ নেয়। তেমন সুযোগ নেই দরিদ্র কর্মজীবী মায়ের সন্তান নেইদির।
বাসায় ইন্টারনেট লাইন নেই। চড়া দামের মোবাইল ডাটা কিনতেও চান নেইদির মা। সরকারি কবরস্থানের ফ্রি ওয়াইফাই ইন্টারনেট দিয়ে ক্লাস করে সে। ওই কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা স্বজনদের সেবায় নিয়োজিত মায়ের মোবাইল ফোন দিয়ে ক্লাস করতে হয় তাকে।
কবরস্থানই যখন মায়ের কর্মস্থল সেখানে ভয়ের কি আছে। শিশুদের কাছে কবরস্থান যেমন ভয়ের ব্যাপার। বলিভিয়ার শিশু নেইদির মনে ওসব ভয় জায়গা করে নেওয়ার সুযোগই পায় না।নেইদির ৩০ বছর বয়সী মা আলানোকা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মহামারির আগে স্কুলে দিয়ে আসতাম। এখন সে সুযোগ নেই। বাসায় কম্পিউটার নেই, আলাদা ফোনও কিনতে পারিনি। ফলে মেয়েকে সাথে করে এখানে আনা ছাড়া উপায় নেই আমার।