
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ গত ১৯ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ কামরান (মোবাইল-০১৭১২৮১৫৮৫৫) নামক জৈনক ব্যক্তি নাম ঠিকানা বিহীন এক বৃদ্ধকে পুরুষকে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেজি নং ১৬৪৪৯ ওয়ার্ড নং ২৬,বিছানা এক্স-৩৮ এ চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ পুরুষ লোকটি গত ০৪/১১/২০২০ ইং তারিখ ১১.৪৫ ঘটিকায় meningo- encephalitis রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৬০, গায়ের রং শ্যামলা , মাথায় প্রায় ১.২ ইঞ্চি পরিমান সাদা-কাল চুল, মুখে সাদা গন দাড়ী গোফ আছে। দাড়ী লম্বা অনুমান ২ ইঞ্চি হইবে। উচ্চতা অনুমান ৫ ফিট ৩ ইঞ্চি, মুখ মখমন্ডল লম্বাটে। পরনে কাল সাদা পাঞ্জাবী। মৃত ব্যক্তির লাশটি বর্তমানে সিলেট এম এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অদ্যাবদি পর্যন্ত মৃত ব্যক্তির কোন ঠিকানা ও আত্মীয় স্বজনের সন্ধান না পাওয়া লাশটি হস্তান্তর করা যায় নাই। যদি কেউ মৃত ব্যক্তির কোন আত্বীয় স্বজনের সন্ধান পান তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই/ হাবিব (০১৭১৮০১১৮৪০) এর সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।