
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
রোগীর চাপ বেড়ে যাওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী ভিত্তিতে ২শ’ বেডের আলাদা আরেকটি কোভিড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে। সিলেটে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালের রোগীর চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে গত কিছুদিন ধরে শামসুদ্দিন হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে। এমন বাস্তবতায় গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় জরুরী ভিত্তিতে ওসমানী হাসপাতালে ২শ’ বেডের কোভিড হাসপাতাল প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ওসমানী হাসপাতালের নতুন আউটডোরে ২শ’ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। সেখানে আইসোলেশনের জন্য কিছু ফ্যাসিলিটিজ (সুযোগ-সুবিধা) ডেভেলপ করতে হবে। এটা শেষ হলেই শুরু হবে কোভিড হাসপাতালের কার্যক্রম। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসমানী হাসপাতালে আগে-থেকেই কোভিড আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। মাঝখানে রোগী কমে যাওয়ায় করোনায় আক্রান্তদের কেবল শামসুদ্দিনে চিকিৎসা দেয়া হয়। বর্তমান বাস্তবতায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডেই তাদেরকে চিকিৎসা দেয়া হবে। এ হাসপাতালে আলাদা কোভিড হাসপাতাল চালুর পরই তাদেরকে সেখানে স্থানান্তর করা হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর সহকারী পরিচালক ডা: নুরে আলম শামীমও জানিয়েছেন, ওসমানীতে ২শ’ শয্যার কোভিড হাসপাতাল চালুর বিষয়ে তারা অবহিত। তিনি জানান, বর্তমানে শহীদ শামসুদ্দিন হাসপাতাল ছাড়াও ৩১ শয্যার খাদিমপাড়া হযরত শাহপরান (র.) হাসপাতাল ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সেও সরকারিভাবে করোনা আইসোলেশন সেন্টার চালু রয়েছে। গতকাল বুধবার দক্ষিণ সুরমায় ৪ জন এবং শাহপরানে একজন রোগী ভর্তি ছিলেন বলে জানান তিনি।
শহীদ ডা: শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সুশান্ত মহাপাত্র জানান, ১০০ শয্যার এ হাসপাতালে গতকাল বুধবার বেলা ৪টা পর্যন্ত ৭৯ জন রোগী ভর্তি ছিলেন। রোগীর চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে হাসপাতালের বিকল হয়ে যাওয়া ৬টি আইসিইউ মেশিন ও দুটি ডায়ালাইসিস মেশিন জরুরী ভিত্তিতে সচল করা হয়েছে। তবে, পোর্টেবল এক্সরে মেশিনটি এখনো সচল করা যায়নি বলে জানান তিনি।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা: হোসেন আহমদ রুবেল জানান, মার্চ মাস থেকেই হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের সবকটিতেই রোগী ভর্তি থাকছে। সেখানে পর্যাপ্ত চিকিৎসকও নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান ও কোভিড ইউনিটের ইনচার্জ ডা: নাজমুল ইসলাম জানান, তাদের হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৮টি আইসিইউ বেড রয়েছে। গতকাল বুধবার তাদের কয়েকটি আইসিইউ বেড খালি ছিল বলে জানান তিনি। করোনাভাইরাস নিয়ে কাউকে আতংকিত না হবারও পরামর্শ দেন তিনি।
ওসমানী হাসপাতালের কোভিড ল্যাব সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে তাদের ল্যাবে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪ জন সিলেট জেলার এবং ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
সুত্র: সিলেটের ডাক