
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ ওসমানীনগরে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ দেলোয়ার হোসেন ও মো. সাব্বির আহম্মেদ নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাউন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওসমানীনগর থানার চিন্তামনী গ্রামে থাকা নিজেদের পরিত্যাক্ত মুরগীর ফার্ম থেকে আমদানী শুল্ক ও কর ফাঁকি দেওয়া বিপুল পরিমান ভারতীয় তৈরী স্পোর্টস্ সুজ জব্দসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন (৩০) ও মো. সাব্বির আহম্মেদ (২৩)। আটকৃতরা ওসমানীনগর থানার চিন্তামনী গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে।
পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।