1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২৭ জুন, ২০২২

ওসমানীনগরে হামলার ঘটনার তিন আসামী কারাগারে


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জাশহীদপুর গ্রামে মারামারি মামলার এজারভুক্ত আসামী কোর্টে জামিনের জন্য হাজির হলে, কোর্ট তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ২২ জুন সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক এ নির্দেশ দেন।
কোর্ট নির্দেশ মোতাবেক বর্তমানে জেল হাজতে রয়েছে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জাশহীদপুর গ্রামের কাইয়ুম চৌধুরী উরফে জেন্টু মিয়ার ছেলে সাকুল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী ও পাপ্পু আহমদ চৌধুরী।
জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এডভোকেট ফৌজিয়া সুলতানা। তিনি বলেন, ওসমানীনগর থানার সিআর ১৪/২০২২ মামলার এজাহারভুক্ত আসামী সাকুল, সাব্বির ও পাপ্পু দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২২ জুন জামিনের জন্য আদালতে হাজির হলে মাননীয় বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মির্জাশহীদপুর গ্রামে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাজী শফিকুর রহমান চৌধুরীর পুত্র জুবায়ের রহমান চৌধুরীকে একই গ্রামের কাইয়ুম চৌধুরী উরফে জেন্টু মিয়ার পুত্ররা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে জুবায়ের রহমান চৌধুরী গুরুতর আহত হন। এঘটনায় আহতের ভাই শাহীনুর রহমান চৌধুরী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet