নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিবেদক:: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ (সাময়িক বহিস্কৃত) এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া বেশ সরগরম দেখা যাচ্ছে।
জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তবে পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
এসএমপি মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্লাহ তাহেরও জানেনা বলে জানান।
মামলা তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলামও আকবর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেননি।
তবে দুপুরে রায়হান হত্যায় অভিযুক্ত টিটু বিশ্বাসকে পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করে পিবিআই। আদালতে নেওয়া হলে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।