1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

এপিপি হিসেবে এক যুগ দায়িত্ব পালন সম্পন্ন করলেন এড. গোপাল চন্দ্র দত্ত


মো: আব্দুল মুকিত, বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে ১২ বছর পূর্ণ করলেন এডভোকেট গোপাল চন্দ্র দত্ত। সংগ্রামী, ন্যায়ের পক্ষে অবিচল এই গুনী মানুষ দীর্ঘদিন ধরে অসহায়, নির্যাতিত মানুষদেরকে আইনী সেবা, সহায়তা তথা মানবাধিকার কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ২৮শে জানুয়ারী বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট প্রাঙ্গনে আইনজীবি সহকারী ক্লার্কবৃন্দের আয়োজনে সিনিয়র এডভোকেট দীপক কুমার দাশের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হরিপদ কুমার দাশ। আইনজীবি সহকারী জাফর আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সম্পাদক বড়লেখার কৃতিসন্তান এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, সিনিয়র আইনজীবি এডভোকেট ইয়াছিন আলী, এডভোকেট আফজল হোসেন, এডভোকেট শৈলেশ রায়, এডভোকেট সুব্রত কুমার দত্ত প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অসহায়, দরিদ্র মানুষদেরকে যথাযথ আইনী সহায়তা, ন্যায়ের পক্ষে সৎ, নিষ্ঠার কাজ করার আহবান জানান। দীর্ঘ এক যুগ ধরে সততা, নিষ্ঠা’র কাজ করে যাওয়ায় অতিথিরা তাঁর ভূয়সী প্রশংসা করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet