নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৭ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ করোনা ও লকডাউন পরিস্থিতিতে ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর-পুরানবাজার-শ্রীমিশ্রী এলাকাবাসীর মধ্যে এন.পি.সি ক্লাবের পক্ষ থেকে ৫০% ছাড়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় ও ১০০ শত পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার পুরানবাজারে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এন.পি.সি ক্লাবের সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সহকারী এটর্নী জেনারেল, বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য এবং সিলেট-৩ আসনের আগামী উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকীব মন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি সি.বি.এ’র সাবেক সভাপতি সালেহ আহমদ,
সমাজসেবক ইন্তাজ আলী, সেবুল আহমদ, বুলবুল আহমদ ও মুজিব আহমদ।
এসময় এন.পি.সি ক্লাবের বিভিন্ন স্থরের সদস্যগণ সহ স্থানীয় বিভিন্ন স্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের উপদেষ্ঠা মাও. খলিলুর রহমান।