নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২ মে, ২০২১
গোলাপগঞ্জে করোনা মহামারী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী ও তাহার পরিবারবর্গের অর্থায়নে অর্ধ শতাধিক অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ২ টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা,ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক বারের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুক্তিযোদ্ধা কল্যান ও পুনবাসন সোসাইটির কেন্দ্রীয় যুব কমান্ডার সিলেট বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার মরিয়ম পারভিন, যুগ্ন সাধারণ সম্পাদক তৃষ্ণা চক্রবর্তী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেশমা খাতুন প্রমুখ।