
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহাদাত বখত শাহেদের সম্পাদনায় প্রকাশিত ঢালপত্রে এখলাসুর রহমানের “একুশের এখলাসি” নামক কবিতা নিয়ে সিলেটের সাতিহ্যঙ্গনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়া মুহুর্তের মধ্যেই সরগরম হয়ে উঠে এবং কবিতার লেখক এবং প্রকাশনায় সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভের ঝড় উঠছে।
নিউজ পয়েন্ট সিলেটকে একাধিক সাহিত্যপ্রেমীরা জানান, লেখাটি বিরুপ এবং কুরুচিপূর্ণ এবং লেখার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
উল্লেখ্য, লেখাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা দেওয়ালে টাঙ্গানো দেখা গেছে।
উল্লেখ্য, সমালোচিত এখলাসুর রহমানের “একুশের এখলাসি” কবিতাটি হুবুহু নিন্মে তোলে ধরা হলো-
১.
গাজীর ভিটা খাঁ খাঁ করে
চুলায় শুন্য হাঁড়ি
পুষ্পে পুষ্পে মিনার ঢাকা
নয় কি বাড়াবাড়ি?
বিবেক জানতে চায়
শহীদ কি ফুল খায়?
২.
রক্ত দিলাম জীবন দিলাম
পেলাম রাষ্ট্রভাষা
রাষ্ট্রে কি আজ মায়ের আসন
পেয়েছে বাংলাভাষা?
ভাষা -বন্ধব তাই
শক্ত বিধান চাই!!
৩.
ফুল বেচে খায় ফুল মালতী শহীদ মিনার গেটে
একবেলা খায় দুই বেলা তার ভাত জুটেনা পেটে!
স্বাধীন দেশে ভাই
দেখার কি কেউ নাই?