1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩০ মে, ২০২১

একে একে পানিতে ডুবে প্রাণ গেল তিন বোনের


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন শিশুর। আজ রবিবার (৩০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, অপু মিয়ার মেয়ে শেফালী এবং জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তাদের সবার বয়স ৫ বছর। এ ছাড়া তারা তিনজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশেই ডোবায় তিন শিশু সবার অজান্তে গোসল করতে নামে। তবে পরে আর উঠতে পারেনি। একপর্যায়ে গভীর পানিতে ডুবে তাদের তিনজনেরই মৃত্যু হয়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে সন্ধান করতে থাকে পরিবারের লোকজন।

এ সময় পানিতে দুজনের নিথর দেহ ভাসতে দেখের সাদ্দাম হোসেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet