
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রতিষ্টাতা ও পরিচালক কবি সুমন রহমান এর লেখা কবিতাঃ
একুশ তুমি
সুমন রহমান
একুশ তুমি বীর শহিদের রক্তে মাখা স্মৃতি,
হৃদয় কোণে লুকিয়ে রাখা বাংলাভাষার প্রীতি।
একুশ তুমি বায়ান্ন’র ঐ অগ্নিঝরাা পথে,
একুশ তুমি আনলে ছিনে বাংলা বিজয় রথে।
একুশ তুমি ভালোবাসার বর্ণমালা দিলে,
তোমার ভাষায় কাব্য রচি আমরা সবে মিলে।
একুশ তুমি শহিদ বরকত সালাম জব্বার সফিক
নাম না জানা আরো কত যেমন তাজুল রফিক।
একুশ তুমি স্বাধীনতার পথ দেখানো স্বপন,
স্বাধীন হবার আশা বুকে করেছিলে বপন।