
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় আরও ১১২ জনের যোগ হয়েছে। এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ২৬০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।