1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এই আলিঙ্গন কোন দিন ভুলার নয়, এই আলিঙ্গন হবে চীর অমর স্মৃতি- মোঃ জুয়েল আহমদ


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সদ্য প্রয়াত সিলেট-০৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে নিয়ে “নিউজ পয়েন্ট সিলেট” এর কলামে প্রকাশিত যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ এর দুটি কথা, উনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে নেওয়া হুবহু নিম্নরূপ⤵️

এই ❤আলিঙ্গন❤ কোন দিন ভুলার নয়, এই ❤আলিঙ্গন❤ হবে চীর অমর স্মৃতি ।

যেদিন আপনার ২০১৮ইং দলীয় নমিনেশন চুড়ান্ত হল আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র কাছ থেকে।

চুড়ান্ত হওয়ার কিছুক্ষণ পর আপনি জুলহাস ভাইয়ের মাধ্যমে আমাকে জানালেন, এর কিছুক্ষন পর আপনার সাথে আমার কথা হল আপনি বললেন যত তাড়াতাড়ি পারি আমি যেন দেশে চলে আসি যুক্তরাষ্ট্র থেকে।

আপনার নির্দেশ মান্য করে ২০১৮ইং জাতীয় নির্বাচন কে উদ্দেশ্যে করে ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে গেলাম।

এবং ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা পরে লালাবাজার বাজার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আব্দুল হোসেন ও দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দীন ও সভাপতি আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে নাজির বাজার,লালাবাজার, চন্ডিপুল, ও মোগলবাজারে নৌকার স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে বিশাল এক মিছিল নিয়ে শ্রদ্ধেয় নেতার বাস ভবনে যাই।

দেশে যাওয়ার দিন কয়েকের মধ্যে আপনি আপনার নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় অফিসে (বাই পাস রোড) এক সভায় আমাকে লালা বাজার ইউনিয়ন এর সম্মনয়ক কারী হিসেবে ঘোষণা করলেন।

দক্ষিন সুরমা, ফেঞ্চগঞ্জ এবং বালাগঞ্জের অন্তত পক্ষে শ’খানেক এর উপর প্রবাসী দেশে গেছেন জাতীয় নির্বাচনকে উদ্দেশ্যে করে।
আপনার নির্বাচনী এলাকায় প্রবাস থেকে আসা এত নেতাকর্মী’র মাঝ থেকে আপনি আমায় যে দায়িত্ব ও স্নেহের বহিঃপ্রকাশ করেছিলেন যা ছিল আমার রাজনৈতিক জীবনের অবিস্মরণীয় প্রাপ্তি তাহার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ।

আজ আমরা একজন অপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব সময়ের কিংবদন্তি মহানায়ক মানবতার ফেরিওয়ালা কে হারালাম।
এই জনপদের বহুল জন নন্দিত নেতা দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে যিনি নিজ সংসদীয় আসন পরিচালনা করছিলেন,সেই শ্রদ্ধেয় নেতা আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এম,পি কয়েস ভাই এর অকাল মৃত্যুতে সিলেট(৩) আসন যে শূন্যতা সৃষ্টি হয়ছে যার অনুপস্থিতি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ তথা আজ বৃহত্তর সিলেট বাসি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছে।

পৃথিবীর নিয়ম অনুসারে আমরা যেতে হবে এই ভুবন থেকে, কিন্তু আপনি চলে গেলেন বিনা মেঘে ব্জ্রপাতের মত।
আর আপনার প্রস্থানে শেষ বিদায় জানাতে আসা লক্ষাধিক মানুষের সমাগমে বুজা গেল আপনার মৃত্যু হয় নাই আপনি আছেন বৃহত্তর সিলেট বাসির অন্তরের অন্তস্থলে।

আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমীন.. আমীন।

মোঃ জুয়েল আহমদ

সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ।

কার্যকরী সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

কার্যকরী সদস্য ৬ নং লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ।

সাবেক সদস্য যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ।

সাবেক সদস্য আহবায়ক কমিটি নিউইয়র্ক ষ্টেইট আওয়ামী যুবলীগ ।

সাবেক যুগ্ন আহবায়ক যুক্তরাষ্ট্র বাংলাদেশ ছাত্রলীগ।

সম্মনয়ক কারী, জাতীয় নির্বাচন ২০১৮ইং নৌকা প্রতিক ৬নং লালাবাজার ইউনিয়ন।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet