1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

উপদেষ্টা রফিকুল হকের মৃত্যুতে লুয়েটের দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদকঃ লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট -(লুয়েট)এর কার্যকরী কমিটির এক সভা গত ১৭জানুয়ারী সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লুটনের HRM সেন্টারে অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের সভাপতি মনসুর আহমেদ এর সভাপতিত্বে ও
সেক্রেটারি আব্দুল কুদ্দুস খানের পরিচালনায় সভার
শুরুতেই সভার আলোচ্যসূচী ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান সহ-সেক্রেটারী মাহমুদুল হাসান রাসেল।।
এরপর একে একে আলোচনায় অংশ নেন কামরান আহমেদ সিকন্দরী, মামুনুল হক সাজু, নূরুস সুফিয়ান চৌধুরী, আব্দুল হাফিজ ফজলু, আশরাফুল হক খান রোমান, শাহ ইমরান হুসেইন লিমন, সাহেদুর রহমান, আব্দুল কাদির লাভলু, শেখ নজরুল ইসলাম, আলী হোসেন লয়লু, মুহাম্মদ বশর, মুহিবুর রহমান মুর্শেদ, মাসুম মিয়া, আবু হানিফ প্রমুখ।
সভায় দীর্ঘ আলোচনা শেষে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সদ্য প্রয়াত ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ মুরব্বি বিশিষ্ট সমাজসেবী ও সালিশ ব্যক্তিত্ব, লুয়েটের সম্মানিত উপদেস্টা রফিকুল হক এর মৃত্যুতে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে শোক প্রকাশপূর্বক তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet