নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৪ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত, মুসলিম ধর্মাবলম্বীর প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে কবি নীলাঞ্জনা শর্মা’র লেখা কবিতা-
ঈদের খুশি
কলমে – নীলাঞ্জনা শর্মা
★★★★★★★★★★★★★
ঈদ মানে কি আনন্দ
খুশি অনাবিল
নতুন জামা পড়ে খুকিরা
হাসিতে খিলখিল।।
সিয়াম সাধনার এক মাস পর
এলো খুশির দিন
পাড়ার সব খুকু,খুকিরা
নাচছে তা ধিন ধিন।।
ঈদের নামাজ পড়তে সবাই
যাচ্ছে ঈদগাহে-তে
ঈদের দিনে ব্যস্ত সবাই
কোরমা,পোলাও খেতে।।
ঈদের দিনে ধনী-গরীব
সব ভেদাভেদ ভুলি
ঈদ মোবারক বলে সবাই
করছে কোলাকুলি।।
প্রতিটা দিন হতো যদি
ঈদের দিনের মতো
দুঃখ,কষ্ট ভুলে থাকতো
গরীব,দুঃখী যত।।
ঈদের হাসি, ঈদের খুশি
থাকুক সবার প্রাণে
হিংসা,বিদ্বেষ সব দূরে যাক
ঈদের আয়োজনে।।