নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৪ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ করোনার কারণে নতুন কোনো সিনেমা উপহার দিতে না পারলেও ভক্তদের হতাশ করেননি নায়িকা ইয়ামিন হক ববি। ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে দেখা দিয়েছেন ববি।
সুপরিচিত একটি মেহেদির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন তিনি। তরুণ নির্মাতা রাকিব আহমেদের নির্দেশনায় মেহেদির বিজ্ঞাপনের কাজ করেন তিনি।
ববি বলেন, ঈদ মানেই মেহেদি, বিশেষ করে এই উৎসবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বিভিন্ন বয়সীরা মেহেদি দিয়ে থাকেন। মহামারির এই সময়ে নতুন সিনেমা নিয়ে হাজির হতে না পারলেও মেহেদি দিয়ে সবাইকে রাঙাতে কাজ করছি।
তিনি বলেন, আমার দর্শক এবং ভক্তদের জন্য এটাই আমার ঈদ উপহার। আশা করি, আমার ভক্ত এবং দর্শকরা নিয়মিতভাবেই ভিন্ন ভিন্ন কাজে আমাকে দেখতে পাবেন।