নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৪ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট ডেস্কঃ দূরপাল্লা ও আন্তঃজেলার সব পরিবহণ সার্ভিস চালুর দাবিতে ঈদের দিন রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মোটর মালিক শ্রমিকরা। ঈদের দিন শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেনের নেতৃত্বে মালিক শ্রমিকরা টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সমাবেশ করেন। সমাবেশে মালিক শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তারা সমাবেশে বলেন, পরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এবার তাদের ঈদ হয়নি। এভাবে পরিবহন বন্ধ থাকলে শ্রমিকরা পরিবার নিয়ে না খেয়ে থাকবে। তারা দ্রুত দূরপাল্লার বাস চালুর দাবি জানান।
এদিকে রাজশাহী ছাড়াও উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলা মোটর শ্রমিকরাও এদিন বিক্ষোভ করেছেন বলে জানা গেছে। জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তারা বিক্ষোভ সমাবেশ করে পরিবহন চালুর দাবি করেন।