1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৫ মে, ২০২১

ঈদের দিনে কামরান পরিবারের পক্ষ থেকে পোলাও কোরমা বিতরণ


ঈদ উল ফিতর উপলক্ষে বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদের দিন রান্না করা পোলাও ও কোরমা বিতরণ করা হয়।
পরিবারের পক্ষ থেকে মানুষের হাতে খাবার তুলে দেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

এসময় ডা. শিপলু বলেন, করোনা মহামারির শুরুতে লকডাউন চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। আব্বা তখন সাংগঠনিক ও পারিবারিকভাবে সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। গত ঈদ উল ফিতরের দিনে আব্বা নিজ হাতে মানুষের মাঝে পোলাও কোরমা বিতরণ করেছেন। আজ আব্বা নেই, আমরা আব্বার স্মৃতি ধরে রাখতে পারিবারিক ভাবে এই কাজটি করছি। এসময় শিপলু সবার কাছে বাবার জান্নাতুল ফেরদৌস লাভের জন্য দোয়া কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাইফুল আলম খান কয়েছ, এম এ মতিন, কামাল আহমদ, কবির আহমদ, ইমরান উদ্দিন, আরাফাত আহমদ, মিনহাজ সৌরভ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet