নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১১ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ মুসলিম উম্মাহ এর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর -২০২১ উপলক্ষে দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা’র লালাবাজার ইউনিয়নের কৃতিসন্তান, যুক্তরাজ্যের নর্থ লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ যুক্তরাজ্যের উপদেষ্টা ও গৌরব ৭১ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শাহ্ ইমরান হুসেন।
এক শুভেচ্ছা তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি সম্প্রীতির বন্ধন।
এবারের ঈদ গত বছরের ন্যায় করোনা মহামারীর কারনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ এর জামায়াত আদায় সহ পবিত্র ঈদ-উল-ফিতর উপভোগ করার আহবান করেন।
তিনি সবার নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন, মহান আল্লাহ যেন পবিত্র ঈদের উসিল্লায় পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন এই কামনা করি এবং আমাদের সকলের প্রার্থনা হোক করোনার মহামারী থেকে মুক্তি পাওয়া।