1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১১ মে, ২০২১

ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন শাহ্ ইমরান হুসেন


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ মুসলিম উম্মাহ এর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর -২০২১ উপলক্ষে দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা’র লালাবাজার ইউনিয়নের কৃতিসন্তান, যুক্তরাজ্যের নর্থ লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ যুক্তরাজ্যের উপদেষ্টা ও গৌরব ৭১ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শাহ্ ইমরান হুসেন।

এক শুভেচ্ছা তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি সম্প্রীতির বন্ধন।
এবারের ঈদ গত বছরের ন্যায় করোনা মহামারীর কারনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ এর জামায়াত আদায় সহ পবিত্র ঈদ-উল-ফিতর উপভোগ করার আহবান করেন।

তিনি সবার নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন, মহান আল্লাহ যেন পবিত্র ঈদের উসিল্লায় পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন এই কামনা করি এবং আমাদের সকলের প্রার্থনা হোক করোনার মহামারী থেকে মুক্তি পাওয়া।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet