নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার চালু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে চালু হওয়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আক্রমণে নিহত ইসরায়েলির সংখ্যা আড়াইশ ছাড়িয়ে গেছে। খবর: রয়টার্স’র
যদিও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন রোববার সকালে জানায়, ইসরায়েলে নিহত ৩০০ ছাড়িয়েছে এবং আহত ইসরায়েলির সংখ্যা ঠেকেছে দেড় হাজারে।
৫০ বছর আগের ইয়ম কিপ্পুর যুদ্ধের পর এটিই সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি নিহতের ঘটনা। ১৯৭৩ সালের ওই যুদ্ধে আড়াই হাজারের বেশি ইসরায়েলি নিহত হন।
শনিবার দিনগত রাতেও ইসরায়েলের পক্ষ থেকে গাজায় এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলে বোমা হামলা চলেছে বলে জানায় রয়টার্স। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘নিকৃষ্ট এই দিনের শক্তিশালী বদলা নেব আমরা।’ বিশ্বনেতারা এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে পক্ষে সহমর্মিতা জানিয়েছে যুক্তরাষ্ট্র।