1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

ইউরোপে পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হলো না সিলেটের জামিলের, ইরান থেকে তুর্কি যাওয়ার পথে পচন্ড ঠান্ডায় মৃত্যু


নিউজ পয়েন্ট ডেস্কঃ বড় স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি দেওয়ার। সেখানে গিয়ে কাজ করে পরিবার ও তার সব কষ্ট দূর করার। কিন্তু সিলেটের গোলাপগঞ্জের জামিল আহমদের (৩৮) সব স্বপ্ন বৃথা করে দিয়েছে প্রচণ্ড ঠান্ডা।

সম্প্রতি ইউরোপের উদ্দেশে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠান্ডায় তার মৃত্যু হয়। রোববার মর্মান্তিক এ খবর পৌঁছে যায় তার পরিবারে। তিনি উপজেলার শরীফগঞ্জের খাটকাই গ্রামের মাওলানা আবদুল হান্নান কলা মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই মাওলানা কবির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই কয়েক বছর আগে ওমানে যান। এর পর ইউরোপে যাওয়ার উদ্দেশে ওমান থেকে ইরান এবং ইরান থেকে সড়কপথে তুরস্কে যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডায় তার মৃত্যু হয়। সেখান থেকে এক প্রবাসী রোববার সকালে তার মৃত্যুর খবর জানিয়েছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet