
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
বড়লেখা প্রতিনিধি আব্দুল মুকিতঃ ১ম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বড়লেখা পৌরসভা নির্বাচন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে দলীয় ও স্বতন্ত্রভাবে মোট ০৫ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেন। ৩০ নভেম্বর উৎসব মুখর পরিবেশে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো: সাইদুল ইসলাম, বড়লেখা উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এস.এম সাদিকুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন, এসময় তাঁরসাথে হাজারোও কমী সমর্থক উপস্থিত ছিলেন।
এর আগে বড়লেখা পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের আইলাপুরের নিজ বাড়ীতে সহস্রাধিক কর্মী সমর্থকদের নিয়ে কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুল মতিনের সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মোঃ সাইদুল ইসলাম, সাংবাদিক নুরুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম খোকন, ফয়ছল আহমদ, আব্দুস সালাম, সুমন আহমদ, মোস্তাফিজুর রহমান রিয়াজ আহমদ, সুমন আহমদ, জামিল আহমদ প্রমুখ।