নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত ও নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ’ এর দীর্ঘদিন থেকে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি নেই।
জানা যায়- এবার সিলেটের প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সদয় দৃষ্টি হওয়ায় গেলো ১৩ মার্চ কেন্দ্র ঘোষিত ছাত্রলীগের কর্মী সভার মাধ্যমে নতুন কমিটি উপহার দিবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি- আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক- লেখক ভট্টাচার্য।
এই কমিটির জন্য যারা পদ প্রত্যাশী তারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আছেন এবং দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করে জানা যায় ইতিমধ্যে “সভাপতি এবং সাধারণ সম্পাদক” পদে যাদের নাম চলে এসেছে এবং শীর্ষ-আলোচনায় তারা হলেন:-
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য- মোশাহিদ আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক- জাওয়াদ ইবনে জাহিদ খান,
সাবেক সদস্য- নাজমুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য- রাহেল সিরাজ, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক- কনক পাল অরুপ, সাবেক সদস্য- ফারহান ছাদিক ও ছাত্রলীগ নেতা- রুবেল আহমদ এর নামও।
তবে দলীয় নেতা কর্মীরা জানিয়েছেন এর বাইরেও প্রার্থী থাকতে পারেন।
বাংলাদেশ ছাত্রলীগে’র সভাপতি এবং সাধারণ সম্পাদক সিলেট সফরকালে– সিলেট জেলা আওয়ামীলীগে’র সিনিয়র নেতৃবৃন্দের সাথে সার্কিট হাউসে এক সাক্ষাৎকারে বলেন-
সৎ,পরিশ্রমী, ত্যাগী ও ক্লিন ইমেজের ছাত্রনেতাদের নিয়ে “সিলেট জেলা ছাত্রলীগ” এর কমিটি গঠন করা হবে। এতে আ’লীগের নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা কাম্য।
উল্লেখ্য যে, খুব শীগ্রই জেলা ছাত্রলীগের কমিটি গঠন হওয়ার কথা থাকলেও দেশে মহামারী করোনা পরিস্থিতির জন্য কমিটি গঠনের নির্দিষ্ট সময় আপাতত সঠিকভাবে বলা যাচ্ছে না।
নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.