
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১০ মে, ২০২১
মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ঋতাভরী লেখেন, ‘৭৪ জন শিশুর গর্বিত মা আমি’। বিশেষ এই দিনে মা শতরূপা সান্যালকেও মিষ্টি একটি ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এই ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করেছেন, বড়দিনে সান্তা ক্লজ সেজে উপহার দিয়েছেন। নানাভাবে যুক্ত থেকেছেন বিশেষভাবে সক্ষম ৭৪ জনের সঙ্গে। করোনার আবহে প্রায় এক বছর এদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। পুরনো একটা ভিডিও শেয়ার করে মনখারাপের কথা জানিয়েছেন ঋতাভরী।
একাধিক কাজ নিয়ে ব্যস্ত ঋতাভরী। রাম কমল মুখোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবি ‘ব্রোকেন ফ্রেম’-এ অভিনয় করেছেন তিনি। ঋতাভরীর বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেতা রোহিত রায়কে। দিন কয়েক আগেই শেষ হয়েছে ছবির শুটিং।