1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১০ মে, ২০২১

‘আমি ৭৪ শিশুর গর্বিত মা’- অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী


নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ আদি-অকৃতিম সম্পর্ক বলে যদি কিছু থাকে, তাহলে তা মায়ের সঙ্গে সন্তানের। মা, ছোট্ট এই শব্দের মধ্যেই রয়েছে সন্তানের গোটা বিশ্ব। স্নেহের এই বাঁধনেই জড়িয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ঋতাভরী লেখেন, ‘৭৪ জন শিশুর গর্বিত মা আমি’। বিশেষ এই দিনে মা শতরূপা সান্যালকেও মিষ্টি একটি ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ঋতাভরী ও তার মা শতরূপা সান্যাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তার সঙ্গে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ নামে একটি স্কুলের সঙ্গে অনেকদিনের সম্পর্ক তার। এই স্কুলে যেসব শিশুরা আছেন, তারা বিশেষভাবে সক্ষম। তাদের নিয়ে গোটা বছর নানা কাজ করে থাকেন ঋতাভরী। ৭৪ জন বিশেষভাবে সক্ষম এই ছাত্র-ছাত্রীর যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নায়িকা।

এই ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করেছেন, বড়দিনে সান্তা ক্লজ সেজে উপহার দিয়েছেন। নানাভাবে যুক্ত থেকেছেন বিশেষভাবে সক্ষম ৭৪ জনের সঙ্গে। করোনার আবহে প্রায় এক বছর এদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। পুরনো একটা ভিডিও শেয়ার করে মনখারাপের কথা জানিয়েছেন ঋতাভরী।

একাধিক কাজ নিয়ে ব্যস্ত ঋতাভরী। রাম কমল মুখোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবি ‘ব্রোকেন ফ্রেম’-এ অভিনয় করেছেন তিনি। ঋতাভরীর বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেতা রোহিত রায়কে। দিন কয়েক আগেই শেষ হয়েছে ছবির শুটিং।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet